AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তায় ঈদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০০ পিএম, ২৮ মার্চ, ২০২৫

রাস্তায় ঈদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট পুলিশ। সতর্কতা বার্তায় বলা হয়েছে, ঈদের নামাজ মসজিদ বা নির্দিষ্ট ঈদগাহ ব্যতীত রাস্তায় পড়া উচিত নয়। এর ব্যত্যয় ঘটলে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন জানিয়েছে, মিরাট পুলিশ রাস্তায় নামাজ পড়া লোকদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। মিরাটের পুলিশ সুপারিনটেনডেন্ট (শহর) আয়ুশ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্দিষ্ট ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত। রাস্তায় নামাজ পড়া উচিত নয়।

মিরাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) ভিপিন টাডা বলেছেন, জেলা এবং থানা উভয় স্তরেই সভা করা হয়েছে এবং সমস্ত পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো বা অশান্তি ছড়ানোর চেষ্টাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়, তাহলে তাদের পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পারে। পরবর্তীতে পাসপোর্ট পেতে আদালত থেকে একটি অনাপত্তি সনদ প্রয়োজন হবে।

অতীত অভিজ্ঞতার ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এ জন্য বিশেষ টিম এবং ড্রোন মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!