পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা স্টেডিয়াম থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সোহেল শেখ ও সাবেক সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য তারেক রহমানের ৩১ দফা অনুসরণ করতে হবে। তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর পক্ষে কাজ করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

