বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হযরত মাজহারুল ইসলাম (প্রকাশ ইসলাম মওলা) (রহ.)-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) এশা নামাজের পর আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনাঈদ।
মাওলানা ইসমাইল ভাণ্ডারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা সেলিম ভাণ্ডারী, কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. হাসান, শেখ মুহাম্মদ মনিরুদ্দীন, নুরুল ইসলাম ভাণ্ডারী, আবু তাহের সওদাগর ও রেজাউল করিম।
সভায় জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি, নব তরুণ্য, যুব ফোরাম ও কিশোর পরিষদের নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শাহসুফি ইসলাম মওলা (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র; তাঁর আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
সভা শেষে উপস্থিতরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

