AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় আবারও ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা ফ্লোটিলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৪ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

গাজায় আবারও ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা ফ্লোটিলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে যাত্রা করেছে। এরপর ৩০ সেপ্টেম্বর আরও নয়টি জাহাজ রওনা দেয়। শিগগিরই এগুলো একত্র হয়ে বহর আকারে গাজার দিকে অগ্রসর হবে।

এফএফসির দাবি, নতুন বহরের ১১টি নৌযানে প্রায় একশত ক্রু ও স্বেচ্ছাসেবী রয়েছেন। এ জোটটি চার সংগঠনের সমন্বয়ে গঠিত— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে তারা একাধিকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে।

গত আগস্টে এফএফসি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি মিশনের ঘোষণা দিয়েছিল, যেখানে খাদ্য ও ওষুধবাহী ৪৩টি জাহাজ পাঠানো হয়। ওই অভিযানে ৪৪ দেশের প্রায় ৫০০ নাগরিক অংশ নেন—যাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। অংশগ্রহণকারীদের মধ্যে রাজনীতিবিদ, আইনজীবী, সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবীরাও ছিলেন।

৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করলেও গাজার উপকূলের কাছে পৌঁছানোর পর একটি বাদে বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পরবর্তীতে জাহাজগুলো ক্রুসহ ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা বিশ্বজুড়ে প্রতিবাদ সৃষ্টি করলেও নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা তাতে কোনো গুরুত্ব দেয়নি। এরই মধ্যে এফএফসি নতুন ত্রাণবহর পাঠানোর ঘোষণা দিলো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!