মাগুরার শ্রীপুর উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে সড়কগুলোতে যানজট লেগেই থাকত এবং দুর্ঘটনার আশঙ্কা থাকত। এছাড়া বাজারের সৌন্দর্যও ক্ষুণ্ন হচ্ছিল।
উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ বিষয়টি একাধিকবার আলোচিত হলেও বাস্তবায়ন হয়নি। এরপর শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নির্দেশে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে রোববার দুপুরে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীপুর শহরের বিভিন্ন সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পুলিশের এই উদ্যোগকে ব্যবসায়ী, পথচারী ও সুশীল সমাজের লোকজন সাধুবাদ জানিয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, “সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে। এর ফলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”
অভিযানে শ্রীপুর থানার ওসি তদন্ত আবু বক্কার, থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

