AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাধা ভেঙে গাজার দিকে ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ অগ্রসর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২২ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

বাধা ভেঙে গাজার দিকে ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ অগ্রসর

মানবিক সহায়তাবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আল জাজিরার তথ্যমতে, শুক্রবার জিএমটি সময় ভোর ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) পর্যন্ত ইসরায়েলি সেনারা নৌযানটিকে আটক করতে পারেনি। লাইভ সম্প্রচারে দেখা গেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলপথ অতিক্রম করছে এটি।

ফ্লোটিলার জিও-ট্র্যাকারের হিসাব অনুযায়ী, জাহাজটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (প্রায় ৮৮ কিলোমিটার) দূরে অবস্থান করছে।

A screengrab from a livestream showing the Marinette‍‍`s crew sailing towards Gaza in the early hours of October 3, 2025. 
												<div class='details-news-single-ul'>													
													<div class='details-news-single'>
														<a href=https://www.ekusheysangbad.com//news/ class='border'>
															<div class='details-news-single-left'></div>
															<div class='details-news-single-right'>
																<span></span>
																<h4></h4>
																<div class='read-more-inner-box text-danger'>
																	<svg xmlns='http://www.w3.org/2000/svg' viewBox='0 0 512 512'><path d='M502.6 278.6c12.5-12.5 12.5-32.8 0-45.3l-128-128c-12.5-12.5-32.8-12.5-45.3 0s-12.5 32.8 0 45.3L402.7 224 32 224c-17.7 0-32 14.3-32 32s14.3 32 32 32l370.7 0-73.4 73.4c-12.5 12.5-12.5 32.8 0 45.3s32.8 12.5 45.3 0l128-128z'/></svg>
																	<span class='me-3'>বিস্তারিত পড়ুন</span>
																</div>
															</div>
														</a>
													</div>
												</div>

‘ম্যারিনেট’ পোল্যান্ডের পতাকাবাহী ইয়ট, এতে মোট ছয়জন আরোহী রয়েছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে ক্যাপ্টেন জানান, তাদের ইঞ্জিনে সাময়িক ত্রুটি দেখা দিয়েছিল, তবে তা এখন সমাধান করা হয়েছে। আয়োজকদের দাবি, জাহাজটি এখনও স্টারলিংক এর মাধ্যমে সংযুক্ত এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে বুধবার রাত থেকে ফ্লোটিলার অন্য জাহাজগুলোতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই শতাধিক যাত্রীকে আটক করে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

আটক হওয়ার আগে প্রকাশিত ভিডিও বার্তায় গ্রেটা জানান, “ইসরায়েলি বাহিনী আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে। আমাদের এই উদ্যোগ ছিল মানবিক, শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক আইনের মধ্যে।” তিনি তার দেশের সরকারের প্রতি অবিলম্বে মুক্তির দাবি জানানোর আহ্বান জানান।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নৌযানগুলো যুদ্ধক্ষেত্র ভেদ করে বৈধ অবরোধ ভাঙার চেষ্টা করছে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

তেল আবিবের এই পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েতসহ বহু দেশ তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইতালি জানিয়েছে, এই ত্রাণ জাহাজের কারণে গাজার সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!