অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে আজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর বিবিসির।
রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই চুক্তি শুরু হলেও বিকেল চারটার আগে বন্দীদের মুক্তি দেয়া হবে না। প্রথম ধাপে ৩৩ ইসরাইলি জিম্মির বিনিময়ে ১ হাজার ৮৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন।
ইসরাইলি কর্তৃপক্ষ এরইমধ্যে এসব বন্দিদের তালিকা প্রকাশ করেছে। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের আলোচনা শুরু হবে প্রথম ধাপের ১৬ দিনের মধ্যে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরাইলি বন্দিকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইসরাইলের ১৫ মাসের নৃশংসতার পর গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও গাজার ফিলিস্তিনবাসী অর্জিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এই যুদ্ধবিরতি প্রকৃত পক্ষে কার্যকর হবে এবং ইসরাইলি প্রশাসন এটি ভঙ্গ করবে না, এমনটি প্রত্যাশা করছে ফিলিস্তিনিরা।
একুশে সংবাদ//বা.ভি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

