AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৮ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দেশটিতে ধারাবাহিক সহিংসতার এটাই সর্বশেষ ঘটনা। রোববার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন।মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরো জানায় ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে এরং যৌথ টহল চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরে জানিয়েছে হামলায় আরো দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলা এরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।এর আগে দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় অঞ্চলের কুয়েরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হয়।একই সপ্তাহে মেক্সিকো সিটির শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৪ লক্ষ ৫০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

একুশে সংবাদ/ এস কে
 

 

 

Link copied!