দুটি নৌকাডুবিতে আফ্রিকার দেশ তিউনিসিয়ার মধ্যাঞ্চলের কেরকেনাহ দ্বীপপুঞ্জে নারী ও শিশুসহ মোট ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
তিউনিসিয়ার এসফ্যাক্স শহরের নাগরিক প্রতিরক্ষা প্রধান জিয়েদ এসদিরি জানান, মৃত ও বেঁচে যাওয়া যাত্রীরা ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। তারা সবাই সাব-সাহারা আফ্রিকান দেশের নাগরিক।
উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা তিউনিসিয়ান ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে বলা হয়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য এখনও তল্লাশি চলছে।
অবৈধভাবে ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর একটি মূল পয়েন্ট তিউনিসিয়া। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপটি তিউনিসিয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
তিউনিসিয়া দিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টা করে। তিউনিশিয়ার মানবাধিকার সংস্থা এফটিডিইএস জানায়, ২০২৩ সালে তিউনিসিয়ায় ভূমধ্যসাগরে ডুবে ১ হাজার ৩০০-র বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। গত ১৮ ডিসেম্বর এসফ্যাক্স শহরে জাহাজডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু হয়।
একুশে সংবাদ//ই.পে//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

