AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলি নিহত ৪, আহত ৩০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৭ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলি নিহত ৪, আহত ৩০

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি স্কুলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেয়া হয়েছে।

প্রতিবেদন মতে, জেলার সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে। সব স্কুলে ব্যাপক সতর্কতার সাথে পুলিশ পাঠানো হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) বলেছে, তারা হাইস্কুলে একটি গোলাগুলির ঘটনা প্রতিহত করেছে। এ ঘটনা সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

জিবিআই জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে এসেছে। অনুগ্রহ করে এই সময়ে স্কুলে আসার চেষ্টা করবেন না।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে গুলির বিষয়টি ব্রিফ করা হয়েছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!