AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মৌলভীবাজারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাগত উৎকর্ষ থেকে সুশাসন ও সুসাংবাদিকতা প্রতিষ্ঠা লাভ করবে: জেলা প্রশাসক



প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাগত উৎকর্ষ থেকে সুশাসন ও সুসাংবাদিকতা প্রতিষ্ঠা লাভ করবে: জেলা প্রশাসক

মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন সর্বদা সাংবাদিক সমাজের সহযোগিতা আশা করে। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাগত উৎকর্ষ থেকে সুশাসন ও সুসাংবাদিকতা প্রতিষ্ঠা লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

রোববার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন প্রমুখ।

সভায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের দায়িত্ব নিয়েছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক হবে।” তিনি প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় শহরের যানজট, পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!