নওগাঁর পত্নীতলায় মধইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন। তারা মাদ্রাসার জমি দখলের চেষ্টা, প্রতিষ্ঠানের পরিবেশে অস্থিরতা সৃষ্টি এবং মিথ্যা মামলার বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।
রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মধইল গোলচত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে পত্নীতলা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মো: মহাসীন আলী ও প্রভাষক লোকমান আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
জানা যায়, গত ২০ নভেম্বর বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসার জমিতে ধান মাড়াই মেশিন (বোঙ্গা) চালানো হয়। এর তীব্র শব্দের কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বিপত্তিতে পড়েন। মেশিনটি সরানোর জন্য শিক্ষকরা মৌখিকভাবে অনুরোধ করলে স্থানীয় কয়েকজন ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরবর্তীতে, দখলকারীদের পক্ষে ওই শিক্ষকদের বিরুদ্ধে মানহানির অভিযোগ থানায় দায়ের করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

