AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থাকসিনের মেয়ে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১২ পিএম, ১৬ আগস্ট, ২০২৪
থাকসিনের মেয়ে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন

থাইল্যান্ডের ফেউ থাই পার্টি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছেন। ৩৭ বয়সী পেতংতার্ন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পেতংতার্নের নাম ঘোষণা করেন।

শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে। 

পেতংতার্ন বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের শরিকেরা নেতৃত্ব দেবে, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

এর আগে বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে থাভিসিনের মন্ত্রিসভাও ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয়। এর পরদিনই আজ ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল।

প্রসঙ্গত, থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। যাদের সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।

স্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করছেন। স্রেথাকে নিয়ে ফেউ থাই পার্টির তিনজন সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!