মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় মারওয়ান আলম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের সামি ইয়ামি পার্টি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান আলম বড়লেখা উপজেলার কাঠালতলি গ্রামের ফয়সল আহমদের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হন পিকআপচালক শ্রীমঙ্গল ২৪০৩ ইউনিটের সদস্য আলম মুন্সী ও তার সহকারী। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল আরোহী তানজিম ও নুরুল আহমদকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া থেকে বড়লেখাগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারওয়ানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন বলেন, “রাতে দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মারওয়ান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। দুইজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

