ন্যাশনাল পার্কে হারিয়ে গিয়েছিলেন বাবা-মেয়ে। তীব্র গরমে যখন শেষ সম্বল পানিও ফুরিয়ে যায়, তখন আর বেঁচে থাকতে পারেননি। ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরমে পানি অভাবে মারা গেছেন ৫২ বছর বয়সী বাবা ও তার ২৩ বছর বয়সী মেয়ে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউটার ক্যানিয়নল্যান্ডস ন্যাশনাল পার্কে হাইকিংয়ে গিয়েছিলেন বাবা-মেয়ে। সেখানেই হারিয়ে যান দুজন। পথ না পেয়ে সেখানেই ঘুরতে থাকেন। একটা সময় পানির অভাবে মারা যান। ন্যাশনাল পার্ক সার্ভিস রেঞ্জার্সরা জানান, শুক্রবার বিকেলে ক্যানিয়নল্যন্ডস থেকে এমারচেজন্সি কল পেয়েছিলেন তারা। সেখানে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে চলতি বছর গ্রিষ্মেও সেখানে কয়েকজন তরুণ হাইকিংয়ে গিয়ে মারা যান। তার আগে একজন বাইকার তীব্র গরমে সেখানে মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ /আ.স/ হা.কা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

