AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১০:০০ এএম, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফিশারি ঘাটের উদ্দেশ্যে যাত্রারত অবস্থায় মাছ ব্যবসায়ীরা এ দুর্ঘটনার শিকার হন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, চট্টগ্রামের দিকে আসা একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং আহত হন আরও ৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতদের সুরতহাল প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!