গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় শুক্রবার (১৮ জুলাই) অন্তত ৪১ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সেদিন সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে বলা হয়, সোমবারের পর থেকে ইসরায়েলের চলমান হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। সেই ঘটনার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
প্রায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ওই অভিযান আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে মাত্র দুই মাস পর ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে আইডিএফ।
নতুন দফার অভিযানে গত আড়াই মাসে গাজায় আরও ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং প্রায় ২৭ হাজার ৯৯৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলের চলমান অভিযান বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও তা উপেক্ষা করছে তেলআভিভ।
ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে