AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০১ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণটি ঘটে রাজধানী মস্কোর বাইরে অবস্থিত একটি কারখানায়, যেখানে গানপাউডার ও গোলাবারুদ উৎপাদন করা হতো। বিস্ফোরণের পর ভবনটির বড় অংশ ধসে পড়ে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানায়, “বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে আমাদের কাজ চলছে।” সংস্থাটি ঘটনার ছবি প্রকাশ করেছে, যেখানে কারখানার ধ্বংসাবশেষ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলটি একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ তৈরির কারখানা। এর আগে ২০২১ সালেও একই স্থানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তখন ১৭ জন নিহত হয়েছিলেন।

এই দুর্ঘটনার পর রিয়াজান অঞ্চলে একদিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গভর্নর পাওয়েল মালকভ জানিয়েছেন, নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাশিয়ায় এর আগে বহুবার কারখানায় আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে ব্যাপক হতাহতের শিকার হতে হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!