AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প, বহু মানুষ আহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩২ পিএম, ১৭ আগস্ট, ২০২৫

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প, বহু মানুষ আহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে রবিবার (১৭ আগস্ট) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল পসো অঞ্চল, যেখানে প্রবল কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে।

ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও সুনামির মতো দুর্যোগ ঘটে থাকে।

২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার পাদাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারান। এর আগে ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকার কারণে শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোই ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!