সাংস্কৃতিক উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এ অস্ত্রোপচার হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, সার্জারি সফল হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাতে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।”
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) চার দিনের সফরে কক্সবাজার গিয়েছিলেন ফারুকী। পরদিন রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, উপদেষ্টার কক্সবাজারে কয়েকটি কর্মসূচি থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করতে হয়। স্থানীয় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে