ইতিহাসে প্রথম বারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো। বুথ ফেরত জরিপ বলছে, ৬১ বছর বয়সী ক্লাউডিয়া শেইনবাম দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। মেক্সিকো সিটির সাবেক এই মেয়র রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৫৬ শতাংশ ভোটে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। ভোটের প্রাথমিক ফলাফলও বলছে যে, তিনি তার তীব্র প্রতিদ্বন্দ্বী জোছিটল গালভেজকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে আছেন।
যদি বুথফেরত জরিপ নিশ্চিত হলে শেইনবাম প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের যোগ্য উত্তরসূরী হবেন। শেইনবাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, লোপেজ ওব্রাদরের অগ্রগতি ওপর ভিত্তি করে দেশ পরিচালনায় কাজ করে যাবেন তিনি।
ইতোমধ্যেই তাদের মোরেনা পার্টি নিজেদের বিজয়ী হিসেবে দাবি করেছে। তবে প্রতিদ্বন্দ্বী গালভেজ তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। সোমবার ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/ জা.নি./ এসএডি
আপনার মতামত লিখুন :