AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৪২ এএম, ২৮ অক্টোবর, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) এই কম্পন অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদফতর (AFAD) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে।

ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমিরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সিন্দির্গি এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে গত আগস্টেও একই অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখনও বালিকেসির প্রদেশের সিন্দির্গিই ছিল কেন্দ্রস্থল। এরপর থেকে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছিল এলাকাটিতে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তুরস্ক ভূগর্ভের সক্রিয় টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প প্রায়ই ঘটে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং সিরিয়ার উত্তরাঞ্চলেও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়।


একুশে সংবাদ/এ.জে

Link copied!