২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত মর্মান্তিক ঘটনাকে “পল্টন ট্র্যাজেডি” হিসেবে স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে রাজীবপুর বাজারে সমবেত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনার মাধ্যমে গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টা হয়েছিল। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

