AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পল্টন ট্র্যাজেডি স্মরণে রাজীবপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ



পল্টন ট্র্যাজেডি স্মরণে রাজীবপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত মর্মান্তিক ঘটনাকে “পল্টন ট্র্যাজেডি” হিসেবে স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে রাজীবপুর বাজারে সমবেত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনার মাধ্যমে গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টা হয়েছিল। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!