আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ করার লক্ষ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই সিদ্ধান্ত জানান।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা করতে সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা গড়ে তুলতে হবে যাতে তারা নির্বাচনকে একটি নিরাপদ ও সমতামূলক পরিবেশে অনুষ্ঠিত মনে করেন।
তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এটি নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা বললেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি করা এবং এমন একটি কাঠামো তৈরি করা প্রয়োজন, যেখানে পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সুযোগ না থাকে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে ইতিমধ্যেই কিছু বডি-অন-ক্যামেরা মজুত রয়েছে এবং সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, নতুন ক্যামেরা আসার পর প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া বডি-অন-ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যাবে, পাশাপাশি প্রতিটি থানার এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও মনিটরিং সম্ভব হবে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

