AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,০৪১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪০ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,০৪১

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১,০৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিস্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩৭০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২০জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ৬৪ হাজার ৪০৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সাম্প্রতিক বৃষ্টিপাতের পর রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!