ইরাকে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই হামলায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরাকের পশ্চিমে সশস্ত্র ইরানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে হামলার দাবি করছে মার্কিন বাহিনী।
জর্ডানে মার্কিন সেনা ঘাটিতে হামলার প্রতিশোধে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাটিতে মার্কিন হামলার ঘোষণার একদিন পরই এ হামলা হলো।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির অফিসের এক বিবৃতিতে, এ অঞ্চলে মার্কিন সামরিক জোটের উপস্থিতিকে ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকির কারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে ইরাককে জড়ানোর মার্কিন পায়তারা বলে উল্লেখ করা হয়।
ইরাকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার মূল উদ্দেশ্য ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য নয়, বরং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ বন্ধ করা।
এদিকে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ হামলাকে তাদের আরেকটি কৌশলগত ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :