আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কারাবন্দি আসামিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিসাইডিং ও রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারীর ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান সিইসি।
তিনি বলেন, “নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ মানুষ সাধারণত ভোট দিতে পারেন না। এবার আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তারা নিবন্ধন করবেন, এরপর ব্যালট তাদের ঠিকানায় পৌঁছে যাবে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ভোট দিতে পারবেন।”
আইনি হেফাজতে থাকা নাগরিকদের প্রতিও ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি। “যারা কারাগারে আছেন, তারাও এই দেশের নাগরিক। তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করা হবে,” যোগ করেন সিইসি।
এছাড়া প্রবাসীদের জন্যও এবার ভোট প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাসির উদ্দিন।
তিনি আরও বলেন, “আমি এই দায়িত্বকে কেবল প্রশাসনিক দায়িত্ব হিসেবে দেখি না, বরং একটি মিশন হিসেবে নিয়েছি। সংকটময় এই সময়ে প্রচলিত ধারা ভেঙে নতুনভাবে কাজ করতেই হবে।”
সিইসি বলেন, “ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরাই মূল ভূমিকা পালন করে থাকেন। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ হবে, আর সে যাত্রায় আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

