গণভোট ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে এক সপ্তাহের মধ্যে পরামর্শ চেয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ের মধ্যে মতামত না পেলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা বলেন, “সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষের মতামত শুনতে চায়। তবে অযৌক্তিক বিলম্ব হলে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

