ময়মনসিংহের তারাকান্দা মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে খোঁজখবর নিয়েছেন এবং গভীর সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফুলপুর-তারাকান্দা অঞ্চলের বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।
বর্তমানে তিনি উমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। ভিডিও কলে তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন এবং দেশে ফিরে সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা করার আশ্বাস দেন।
জানা গেছে, রোববার (২ নভেম্বর) বিকেলে তারাকান্দা বাজারের মধ্য অংশে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাল জুয়েলার্সসহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়রা পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পরপরই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

