যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক কর্নার’ নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান।
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থলের এক ভিডিওতে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন পাঁচ জন। আর বাকি ছয় জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

