শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ও থানা মোড়ে পৃথক পৃথক এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় শহরের থানা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদস্য সাইফুল ইসলাম স্বপন ও আক্রামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এছাড়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শ্রী জীতেন্দ্র মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। উভয় আয়োজনে বিএনপি ও যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

