নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমবাগ চৌরাস্তা এলাকায় স্কাই ড্রাগস কোম্পানির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
ভুক্তভোগীরা জানান, গেটকো ওরফে স্কাই ড্রাগস নামের এই প্রতিষ্ঠানটি জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমি দখল করে বালু ভরাট করছে। ফলে কৃষি জমির উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোল্লা, লিটন বেপারী, তোমার ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, দেওয়ান আনমন, বাতেন মোল্লাসহ অনেকে। তারা অভিযোগ করেন, কোম্পানির ভেতরে তাদের জমি রয়েছে যা অবৈধভাবে দখল করা হয়েছে।
এলাকাবাসীরা ‘মাটি খেকো ও ভূমিদস্যুদের’ বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

