AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে পাকিস্তানে ভারতীয় নারী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২২ পিএম, ২৪ জুলাই, ২০২৩

এবার প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে পাকিস্তানে ভারতীয় নারী

বেশ কয়েকদিন যাবৎ পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের ভারতে অনুপ্রবেশ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এবার আলোচনায় ভারতীয় তরুণী অঞ্জু। ফেসবুকে পাকিস্তানি যুবকের প্রেমে পড়েন রাজস্থানের অঞ্জু। শেষ পর্যন্ত ভারত ত্যাগ করে পাকিস্তানে প্রেমিকের কাছে চলে গিয়েছেন অঞ্জু।


সোমবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ভারতীয় নাগরিক অঞ্জু পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের দির অঞ্চলে তার প্রেমিক নাসরুল্লাহর (২৯) কাছে যান।


প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই পাকিস্তানে পৌঁছেছেন অঞ্জু। নাসরুল্লাহ দির জেলায় শিক্ষক হিসেবে কাজ করতেন। কিন্তু এখন তিনি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। দু’জনেই জানান, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। তারা ফেসবুকে কথা বলতে গিয়ে একে অন্যের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। শীঘ্রই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এখন অঞ্জু তার প্রেমিকের সাথে দেখা করার জন্য প্রতিবেশি দেশে পৌঁছে গিয়েছেন।


অন্যদিকে সীমা হায়দার ভারতে বেআইনিভাবে প্রবেশ করলেও অঞ্জু ভিসা নিয়ে গিয়েছেন পাকিস্তানে। অঞ্জু পাকিস্তানে পৌঁছতেই দেশটির পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে অঞ্জু বলেন, তিনি নাসরুল্লাহকে ছাড়া বাঁচতে পারবে না।


একুশে সংবাদ/স/এসএপি

Shwapno
Link copied!