AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুল যাওয়া বন্ধে ইরানে হাজারো ছাত্রীকে বিষপ্রয়োগ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

স্কুল যাওয়া বন্ধে ইরানে হাজারো ছাত্রীকে বিষপ্রয়োগ

ইরানের উপমন্ত্রী বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে। খবর এনডিটিভির

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি।

 

গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে তেহরানের দক্ষিণের শহর কোমে স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

 

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

 

পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।

 

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।

 

এছাড়া এসব শিক্ষার্থীদের শরীরে নাকি খাদ্যে বিষপ্রয়োগ করা হয়েছে সেসব বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

 

ইরানের উপশিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিক্ষার্থীদের যেসব বিষ প্রয়োগ করা হয়েছে তা যুদ্ধে ব্যবহৃত কোন রাসায়নিক নয় এবং এর জন্য মারাত্মক কোন চিকিৎসার প্রয়োজন হয় না। এর বেশিরভাগ অংশই চিকিৎসাযোগ্য।

 

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন।

 

পরদিন ১৫ ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!