AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙাবালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ



রাঙাবালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

পটুয়াখালীর রাঙাবালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করেন রাঙাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার।

লিফলেটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে গুরুত্বসহ উল্লেখ করা হয়েছে: সংবিধান সংস্কার কমিশন গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন, মিডিয়া কমিশন গঠন করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ ও ন্যায়পাল নিয়োগের মাধ্যমে জবাবদিহিমূলক প্রশাসন গঠন, ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সর্বজনীন চিকিৎসা’ ব্যবস্থা কার্যকর করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন ও নদী ভাঙন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

লিফলেট বিতরণের সময় মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিয়ে দেশকে মুক্ত করুন।”

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!