খাদ্য নিরাপত্তা নিশ্চিত, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মার্কোসুরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে এটা কাজে লাগাতে চায় সরকার।
টিপু মুনশি জানান, বাংলাদেশ গার্মেন্ট পণ্য আর্জেন্টিনায় রপ্তানি করবে। সেই বাজার ধরতে চায় সরকার। আর আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার ও সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ।
এদিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো জানান, ফুটবল দুই দেশের সম্পর্ক গভীর করেছে। এ সম্পর্ক এগিয়ে নিতে তাঁর দেশ কাজ করবে।
একুশে সংবাদ.কম/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :