AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির নির্বাচন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২২
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির নির্বাচন

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে দুটি দল অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নীলদল মনোনীত আহাম্মদ হোসেন-মোহাম্মদ আব্দুল হাকিম পরিষদ, আরেকটি হচ্ছে হলুদ দল মনোনীত আজাদ-জাহিদ পরিষদ।

 

 

হলুদ দলের সভাপতি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী কাজী আল মাহমুদ লিটন, কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ মোশাররফ হোসেন মানিক, কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ দুলাল শেখ একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই এই নির্বাচনকে উপভোগ করছি। আমরা সবাই ভাই ভাই। যেই নির্বাচনে জয়ী হোক, তার সাথে এক হয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির উন্নয়নে কাজ করব।

 

নীল দলের সভাপতি প্রার্থী আহাম্মদ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আজিম মন্ডল, সহ-সভাপতি খাদিজা পারভীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম একুশে সংবাদকে বলেন, এখানে আমরা সবাই একই পরিবারের মত। সবাই আমার ভাই ভাই। যারা জয়ী হবেন, তাদের সাথে এক হয়ে আমরা এই সমিতির উন্নয়নে কাজ করব।

 

সম্মানিত ভোটার বাংলাদেশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হোসেইন সাগর বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন দেখছি। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সবাই ভোট দিচ্ছে। প্রতিটি ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। যেই জয়ী হোক, সে যেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা/কর্মচারী নিবাস কল্যাণ সমিতির উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীর সবাই আচরণবিধি ঠিক রেখেই ভোট চাইছে। প্রার্থীদের নির্বাচন নিয়ে কোন অভিযোগ আসে নি।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এসএপি/

Link copied!