কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তারা ছাড়পত্র নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে কটিয়াদী মডেল থানার কম্পাউন্ডে থানার সদস্যদের উদ্যোগে এক পিকনিকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য বমি, পেটব্যথা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে দ্রুত তাদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে রয়েছেন—ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়ারলেস অপারেটর কনস্টেবল মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। এছাড়া বাবুর্চির স্ত্রীসহ আরও দুজন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। অসুস্থতার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এসআই মো. বাছেদ মিয়া বলেন, “শুক্রবার রাতে পিকনিকে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ওসি স্যারসহ কয়েকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ঈশা খাঁন বলেন, “খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ছয়জন পুলিশ সদস্য শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে সবাই ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছেন।”
একুশে সংবাদ/এ.জে