AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে বিনামূল্যে তড়কা বা এনথ্রাক্স রোগের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৯:৩২ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

কালাইয়ে বিনামূল্যে তড়কা বা এনথ্রাক্স রোগের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও রোগ প্রতিরোধে বিনামূল্যে তড়কা (Anthrax) রোগের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাইলগুন গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সকাল থেকেই গ্রামবাসী ও খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টিকাদান কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

টিকাদান শেষে স্থানীয় খামারিদের সঙ্গে মতবিনিময়কালে ডা. মনিরুজ্জামান বলেন, “তড়কা বা এনথ্রাক্স একটি ভয়াবহ সংক্রামক রোগ, যা দ্রুত প্রাণিসম্পদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের মধ্যেও সংক্রমণের ঝুঁকি থাকে। নিয়মিত টিকাদান ও খামারের পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।”

কর্মসূচিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় অফিস সহকারী মো. মাবুদ আলী, মো. গোলাম কিবরিয়া এবং মাত্রাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর মো. মাহামুদুল হাসান ফিল্ড পর্যায়ে দায়িত্ব পালন করেন।

স্থানীয় খামারিরা বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। বিনামূল্যে টিকা গ্রহণের সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ অনুযায়ী খামার ব্যবস্থাপনায় সচেতন থাকার অঙ্গীকার করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও জানান, “আমরা নিয়মিত ইউনিয়ন পর্যায়ে সেবা পৌঁছে দিতে কাজ করছি। প্রান্তিক খামারিদের কাছে টিকাদান, পরামর্শ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!