আজ ৮ অক্টোবর বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উন্নয়ন ও পরিকল্পনা এবং বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার পলিনের জন্মদিন। সাহস, সংবেদনশীলতা, শিক্ষা ও মানবিকতার এক অনন্য সমন্বয়ের প্রতীক হিসেবে তিনি দেশের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
অধ্যাপক কামরুন নাহার পলিন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি পান। নিজের অবসরকালীন ভাতা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করে তা দরিদ্র রোগীদের সেবায় দান করেন—যা তাঁর অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত।
তিনি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী। হামদর্দের দায়িত্বে আসার পূর্বেই তিনি নেপথ্যে থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন, গবেষণা ও আধুনিকায়নে রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা। তাঁর নেতৃত্বে হামদর্দে বিক্রয় প্রবৃদ্ধি, পণ্যের মানোন্নয়ন এবং কর্মীদের কল্যাণে এসেছে দৃশ্যমান পরিবর্তন।
করোনাকালে হামদর্দের ঐতিহ্যবাহী ওষুধগুলোর কার্যকারিতা বৃদ্ধিতে তাঁর উদ্যোগ হাজারো মানুষের উপকারে এসেছে। একই সঙ্গে কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের অংশ হিসেবে তিনি রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপদেষ্টা এবং হামদর্দ পাবলিক কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানবিক কর্মকাণ্ডেও তাঁর অবদান অনুকরণীয়। এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন এক আলোকিত পথপ্রদর্শক। জাতীয় মানবিক সংগঠন ‘আমরা সবাই ফাউন্ডেশন’-এর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর অসামান্য অবদান ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তিনি গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসসিআর অ্যাওয়ার্ড ২০২৫ এবং উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আজীবন সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
অধ্যাপক কামরুন নাহার পলিন নিছক একজন সফল প্রশাসক নন; তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব, যাঁর জীবনের প্রতিটি অধ্যায় মানবিকতার আলোয় আলোকিত। তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত থাকুন তিনি—এই কামনা শুভানুধ্যায়ীদের।
একুশে সংবাদ/এ.জে