ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’-এর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, বাংলাদেশ কোস্টগার্ড, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে মা ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে