নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদযাপিত হয়েছে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) ডে ২০২৫।
সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এক সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইইই যবিপ্রবি শাখার সভাপতি আব্দুল্লাহ সাদেক ফাহিম এবং সহসভাপতি মো. রাতুল হাসান।
আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জি. মো. আমজাদ হোসেন বলেন, “যবিপ্রবির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী ও সক্রিয় ক্লাব হলো আইইইই যবিপ্রবি শাখা। আমি বিশ্বাস করি, এ ক্লাব আগামীতেও উদ্ভাবনী সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “শিক্ষা শেষ করলেই শুধু চাকরির পেছনে ছোটা নয়। এখন আমাদের হাতে প্রচুর প্রযুক্তি আছে, সেগুলো কাজে লাগিয়ে নিজেদের সফট স্কিল উন্নয়ন করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজস্ব উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে বিদেশনির্ভরতা কমে এবং দুর্যোগেও দেশ আত্মনির্ভর থাকে। আমরা এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতিকে প্রশ্রয় দেব না। লেখালেখি বা মতামত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ বলেন,“চলমান ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের মধ্যকার সংকটের বিষয়ে আমি বিএসসি প্রকৌশলীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের লক্ষ্য সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও শোষণ দূর করা। এর জন্য যোগ্য ব্যক্তিকে তার যোগ্য স্থানে বসানো অপরিহার্য। যবিপ্রবি এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে—এর কৃতিত্ব শিক্ষার্থী ও অ্যালামনাইদের। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী গবেষণামুখী হোক এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান, আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. কামরুল ইসলাম, ড. ফারজানা খানম, সহকারী অধ্যাপক মো. তারিকুজ্জামান, প্রভাষক মো. তারেকুজ্জামান, রবিউল ইসলাম, শুভ দেব, মো. জাহেদুল ইসলামসহ আইইইই যবিপ্রবি শাখার সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে