গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। এ লক্ষ্যে তিনি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন।
দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসী সরাসরি ট্রেন যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল থাকলেও ঢাকার সঙ্গে রেল সংযোগ না থাকায় যাত্রীদের পদ্মা সেতু পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে হচ্ছে।
চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, “ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন সংযোগ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।”
প্রস্তাবিত রুটে গোপালগঞ্জ, সিয়ালদাহ, রাজৈর, ভাঙ্গা ও ফরিদপুর হয়ে পদ্মা সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সম্ভাবনা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসকের এই পদক্ষেপে সাধারণ মানুষ উৎসাহিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, “গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার প্রহর এবার হয়তো শেষ হতে যাচ্ছে।”
সরকারি সূত্র জানায়, প্রস্তাবটি ইতোমধ্যে রেলওয়ের উচ্চপর্যায়ের আলোচনায় স্থান পেয়েছে এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
একুশে সংবাদ/এ.জে