সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে। চট্টগ্রাম থেকে সিলেটের পথে আসার সময় ট্রেনটি মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস কালবেলা।
তিনি জানান, “চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলেই রেল চলাচল স্বাভাবিক করা হবে।”
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে