আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে তিনি আর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না— এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সংশ্লিষ্ট ব্যক্তি নিম্নোক্ত পদগুলোতে থাকার অযোগ্য বিবেচিত হবেন। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত বা দায়িত্বে থাকতে পারবেন না। একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়ার যোগ্যতাও হারাবেন।
এছাড়া প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরি বা পদে নিয়োগ পাওয়া কিংবা দায়িত্ব পালন করাও তার জন্য নিষিদ্ধ থাকবে।
তবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালে অভিযোগ থেকে কেউ অব্যাহতি বা খালাস পেলে এই নিষেধাজ্ঞা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের রাষ্ট্রীয় বা গণপদে অধিষ্ঠানের পথ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে