AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা’ গানের গীতিকার বাউল কবি আব্দুস সালাম সরকার গুরুতর আহত



‘প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা’ গানের গীতিকার বাউল কবি আব্দুস সালাম সরকার গুরুতর আহত

জনপ্রিয় গান “প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা”-এর গীতিকার ও মরমী বাউল কবি আব্দুস সালাম সরকার এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা যায়, রবিবার (৫ অক্টোবর) রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ গাছের শেকড়ে পা আটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে তাঁর পায়ে সার্জারি করা হয়। বর্তমানে তিনি কেন্দুয়া পৌর সদরের নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত এই শিল্পীর খোঁজখবর নিতে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাঁর বাসায় যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর সার্বিক চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

বাউল কবি আব্দুস সালাম সরকার ১৯৬৭ সালের ৪ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার জয়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত আব্দুল জব্বার ও মাতা পরিষ্কারন্নেছা। শৈশবেই গান শেখা শুরু করেন তিনি। পরে কেন্দুয়া উপজেলার বৈশ্যপাট্টা গ্রামের প্রখ্যাত বাউল আবেদ আলী এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মকবুল হোসেনের শিষ্যত্ব গ্রহণ করেন।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চায় নিয়োজিত এই বাউল শিল্পী দুই হাজারেরও বেশি গান রচনা ও সুরারোপ করেছেন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যার মধ্যে “কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে”, “জীবন মানেই তো যন্ত্রণা”, “তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন” অন্যতম।

বাউল সালাম সরকার শুধু একজন শিল্পী নন, তিনি একজন গীতিকার, সুরকার ও কবিও। তাঁর গান ভাটি অঞ্চল ছাড়িয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। তিনি লন্ডন, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক সফর করেছেন।

দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাউল সালাম সরকার বলেন, “মানুষের ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন—আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে গান নিয়ে ফিরতে পারি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!