লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক বাবার দায়ের কোপে ৫ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ফারিহা সুলতানা। তার বাবা ফারুক হোসেন, যিনি ওই এলাকার কাদের মাঝির ছেলে, তাকে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন “শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করছিল। এতে আতঙ্কিত হয়ে কেউ ঘরে প্রবেশ করতে পারেনি। পরে বাড়ির লোকজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে আটক করে।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পিতা ফারুককে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার সময় পারিবারিক বিরোধের জেরে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং পরে তাকে বাড়ির পুকুরে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ক্ষোভের বশে ফারুক তার মেয়েকে হত্যা করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে