ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। এতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ অন্যান্য স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৪১ জন স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক অফিসে উপস্থিত থাকলেও কেউ কাজে যোগ দেননি।
তারা অফিস কক্ষের বাইরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদরপুর কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে কর্মবিরতিতে রয়েছি। বহুবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করা হয়নি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান বলেন, “স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে কর্মবিরতি পালন করা অনৈতিক। আমাদের সোয়া ৪ কোটি টিকা দেয়ার কর্মসূচি রয়েছে, যা এখন ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের শোকজ করা হবে।”
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে একই দাবিতে কর্মবিরতি চলছে।
তাদের ৬ দফা দাবিগুলো হলো, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) হিসেবে সংযোজন, ১৪তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

