নাটোরের সিংড়ার বড় হরিপুর গ্রামে সোমবার (৬ অক্টোবর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৯৫,০০০ টাকা।
উদ্ধারকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লুৎফর রহমান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
দেশে জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষার জন্য পরিবেশের জন্য ক্ষতিকর ও মাছের প্রজননে বাধা সৃষ্টিকারী চায়না দুয়ারী জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
স্থানীয় সচেতন জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ মৎস্যসম্পদ লাভ করবে।
একুশে সংবাদ/এ.জে