AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৮:২০ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

নাটোরের সিংড়ার বড় হরিপুর গ্রামে সোমবার (৬ অক্টোবর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৯৫,০০০ টাকা।

উদ্ধারকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লুৎফর রহমান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

দেশে জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষার জন্য পরিবেশের জন্য ক্ষতিকর ও মাছের প্রজননে বাধা সৃষ্টিকারী চায়না দুয়ারী জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

স্থানীয় সচেতন জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ মৎস্যসম্পদ লাভ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!