AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঁচপুরে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা



কাঁচপুরে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে  জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার নামে একটি ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ফার্মেসিটিতে ‘Hepabig ইনজেকশন’ (হেপাটাইটিস বি) পাওয়া যায়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালে। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ, বিক্রয়ের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, এবং সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে রাখা সরকারি ওষুধও উদ্ধার করা হয়।

সরকারি ওষুধগুলোর মধ্যে ছিল— সেফ্রাডিন ৫০০ মি.গ্রা., সেফুরক্সিম ৫০০ মি.গ্রা., অস্টোক্যাল ডি, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মি.গ্রা., সেফিক্সিম ও সলবিয়ন।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “সরকারি ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ জনগণ সরকারি সেবার সুবিধা থেকে বঞ্চিত হন। এজন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের একটি দল, উপপরিদর্শক নিউটনের নেতৃত্বে, সহায়তা প্রদান করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!